ঘূর্ণিঝড় ইয়াস: উত্তাল সাতক্ষীরা উপকূলের নদ-নদীগুলো

  ঘূর্ণিঝড় ইয়াস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাতক্ষীরা উপকূলের নদ-নদী

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাতক্ষীরা উপকূলের নদ-নদী

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা উপকূলের নদ-নদীগুলো।  বুধবার (২৬ মে) সকাল থেকে জেলায় কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি অবার কখনও ঝড়ো বাতাসসহ ভারী বৃষ্টি হচ্ছে।

উপকুলের নদী গুলোতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপকূলের জরাজীর্ণ বেড়িবাঁধের উপর আছড়ে পড়ছে ঢেউ। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন উপকূলের মানুষ।

বিজ্ঞাপন

শ্যামনগর ও আশাশুনির কিছু এলাকার বেড়িবাঁধ উপচে নদীর পানি লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়রা বালির বস্তা দিয়ে তা বন্ধের জন্য প্রাণপণ চেষ্টা করছেন।

কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ইয়াস উপকূলীয় এলাকা অতিক্রমের সময় জোয়ার থাকায় ৫/৬ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের আশংকা করা যাচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ১৪৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়াও জেলায় দেড় হাজার স্কুল কলেজ মাদ্রাসাও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে সাত উপজেলার প্রতি উপজেলায় ৫টি ও ৭৮টি ইউনিয়নে একটি করে মোট ১১৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া ১৮৩ মেট্রিক টন খাদ্যসহ নগদ ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এদিকে, উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৮০০ মিটার বেড়িবাঁধের মধ্যে ৪৩টি পয়েন্ট মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এসব এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।