গাইবান্ধায় ৪৬ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় ৪৬ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় ৪৬ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

গাইবান্ধায় লকডাউনের নবম দিনে ৪৬ মামলায় ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার প্রত্যেক উপজেলায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় মানুষ লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এ জরিমানা করা হয়।

শুক্রবার (৯ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জানা যায়, লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা, তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা, পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা, ৬ষ্ঠ দিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা , সপ্তম দিনে ৭৮ মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা ও অষ্টম দিনে ৭০ মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ পর্যন্ত সর্বমোট ১৩৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এসব অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন