চাঁপাইনবাবগঞ্জে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩২

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৪ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৪২ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৯, শিবগঞ্জে ১৮, গোমস্তাপুরে ৩, নাচোলে ১ ও ভোলাহাট উপজেলায় ১ জন রয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৩৫ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ রোববার (২৫ জুলাই) সকাল থেকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৭ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

জেলায় এ পর্যন্ত মোট ৪৭৯১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৯৯ জন। মোট মারা গেছে ২২৯ জন।