রাঙামাটিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

রাঙামাটির মগবানে বাসিরাম তংচঙ্গ্যা (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ জুলাই) এ ঘটনা ঘটে।

নিহত বাসিরাম সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মঈনপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসিরামকে তার বাসার অদূরে কুপিয়ে গুরুত্বর আহত করে ফেলে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর নিহতের স্বজনরা পুলিশকে না জানিয়ে লাশ দাহ করার জন্য নিয়ে যায়। বিষয়টি জানতে পারে কোতয়ালী থানা পুলিশ। পরে থানার ওসি কবির হোসেনের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তি ও তার ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। তাদের পাঁচ ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

বগুড়ায় প্রিজাইডিং অফিসার-এজেন্ট আটক, দুইজনকে অব্যাহতি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বগুড়ার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুটি বুথে জাল ভোট দেওয়ার ঘটনায় দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টা ও ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ও প্রার্থীর এজেন্ট এরশাদ আলী।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।

তিনি জানান, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বক্সে ফেলানো হয়। পরবর্তীতে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুরি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া দুই কর্মকর্তা হলেন- হাফিজার রহমান ও আব্দুল মোত্তালিব।

ভোট কেন্দ্রের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখে স্থানীয় লোকজন হৈচৈ শুরু করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমার নেতৃত্বে মোবাইল কোর্ট এসে ঘটনার সত্যতা পায়। পরে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বলে মোবাইল কোর্ট জানায়।

এদিকে, সহকারী প্রিজাইডিং অফিসারদের দাবি, ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে তাদের কাছ থেকে ব্যালট বই ছিনিয়ে নেয়। এ ব্যাপারে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তারা।

;

খাদ্যে ভেজাল রোধে ‘মনের ল্যাবরেটরি’ পরিষ্কার করতে হবে: খাদ্যমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

খাদ্যে ভেজাল রোধে সরবরাহকারী, উৎপাদনকারী বা ভোক্তাদের মনের ল্যাবরেটরি পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৮ মে) রাজধানীর শাহবাগস্থ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত 'বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার' উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে দেশের ৭ বিভাগের সাতটি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি চালু করা হয়েছে। শুধু ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশব্যাপী খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করে চলেছি। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমরা যতই মোবাইল ল্যাবরেটরি দিই না কেনো; যারা ভোক্তা, যারা সরবরাহকারী, যারা উৎপাদনকারী তাদের মনের ল্যাবরেটরি পরিষ্কার করতে হবে। তা না হলে, যতই ল্যাবরেটরিতে পরীক্ষা করি না কেনো, আমার মনে হয় কোনো কাজ হবে না।'

তিনি বলেন, 'দেশে এক সময় মঙ্গা ছিল, তখন মানুষ খাবার পেত না। চালের দাম বেড়ে গেলে মানুষ হইচই করে, আবার কমে গেলে কৃষকেরা হইচই করে। দেশে এখন আর খাদ্যের অভাব নাই। এটা সরকারের একটি বিরাট অর্জন। 

এ সময় তিনি নিরাপদ খাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসনা তা পূরণ করার জন্য জনগণকে নিয়োজিত হবার নির্দেশনা ও দেন।

সবাইকে নিরাপদ খাদ্য গ্রহণের নির্দেশনা প্রদান করে মন্ত্রী বলেন, ‘সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি, নিরাপদ খাদ্য গ্রহণ করি, অনিরাপদ খাদ্য বর্জন করি এবং যারা খাদ্য অনিরাপদ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন এনডিসি।

সচিব বলেন, 'খাদ্যের মান বোঝার সবচেয়ে বড় উপায় হলো খাদ্যপরীক্ষা। পরীক্ষা করতে না পারলে নিরাপদ বা অনিরাপদ কি-না বুঝতে পারবো না। জাতীয় পর্যায়ে দেশে ল্যাব সক্ষমতা খুবই সীমাবদ্ধ। ভ্রাম্যমাণ পদ্ধতিতে জেলা বা বিভাগে পরীক্ষা করা ছিলো অকল্পনীয়। তাই আজকের দিনটি বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য এক গুরুত্বপূর্ণ দিন।'

এসময় তিনি ভ্রাম্যমান মোবাইল ল্যাব সঠিকভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন, কৃষি বিভাগসহ অন্যান্যদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব জাকারিয়া। তিনি দিনটিকে নিরাপদ খাদ্যের নিশ্চিতের জন্য একটি স্মরণীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে খাদ্যের নমুনা পরীক্ষা সহজতর করার জন্য চীন থেকে সাতটি মোবাইল ল্যাব ক্রয় করা হয়।


যেসব পরীক্ষা করা যাবে এই মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে:

প্রধান প্রধান পরীক্ষা

দুধে ডিটারজেন্ট, ষ্টার্চ, ইউরিয়া এর উপস্থিতি, ঘি-তে বনস্পতি/হাইড্রোজিনেটেড এডিবল ফ্যাট এর উপস্থিতি, হলুদ গুঁড়ায় লেড ক্রোমেট এর উপস্থিতি, মরিচের গুঁড়ায় ইটের গুঁড়ার উপস্থিতি, গোল মরিচে পেঁপে বীজ মেশানো। নারিকেল তেলে ভেজাল। শাকজি, ফলমূলে রং দেয়া। শাক-সবজি, ফলমূলে বালাইনাশকের মাত্রা নির্ণয়। মধুতে চিনির মিশ্রণ। পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি।খাদ্যে অননুমোদিত কৃত্রিম রং এর উপস্থিতি।
খাদ্যে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি সহ আরো অনেক পরীক্ষা স্বল্প সময়ে করা যাবে এই মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে।

;

উদ্যোক্তাদের পথ দেখাতে কাজ করছে ইডিইউ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নতুন উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন প্রতিকুলতা নিরসনের পন্থা উদ্ভাবনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) ও সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান টার্টল ভেঞ্চার এক্সিলারেটরের যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় ইডিইউ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪০ জন ভবিষ্যৎ ব্যবসা-উদ্যোক্তা শিক্ষার্থী অংশ নেন।

ইডিইউ চট্টগ্রামের আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল এঙ্গেজমেন্টের নির্বাহী ইন্দ্রাণী গুহ বলেন, ব্যবসা-উদ্যোগ সহযোগী প্রতিষ্ঠান টার্টল ভেঞ্চারের লক্ষ্য ছিল অংশগ্রহণকারী ২৪টি বিশ্ববিদ্যালয়ের আগামী উদ্যোক্তাদের প্রতি, যাদের চিন্তাভাবনা ও ধ্যানধারণাকে পরিশীলিত করে তাদের ব্যাবসামনস্ক করে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত করা।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে নতুন উদ্যোক্তাদের যেসব ক্ষেত্রে প্রতিকুলতার সম্মুখীন হতে হয় এমন ২৪টি ক্ষেত্র চিহ্ণিত করে সেগুলো নিরসনের পন্থা উদ্ভাবনে ৪ মাসব্যাপী কর্মযজ্ঞের কৌশল নির্ধারণই ছিলো কর্মশালার মূল প্রতিপাদ্য।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন টার্টল ভেঞ্চারের প্রোগ্রাম সহযোগী এ কে এম ফিরোজ ইকবাল। উপস্থিত ছিলেন ইডিইউ স্টার্টআপ ও ইনোভেশন ফাউন্ড্রি পরিচালক এম ওয়াহিদুল ইসলাম। ২৪০ জন পূর্বনির্ধারিত অংশগ্রহণকারী ও বিভিন্ন দেশের ৩০ জন মেন্টর অনুষ্ঠানে সরাসরি ও অনলাইনে অংশ নিয়ে বিভিন্ন উদ্ভাবনী বিষয়ের উপর আলোকপাত করেন।

কর্মশালার শেষ পর্যায়ে ছিলো এক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যাতে অংশ নিয়ে ভবিষ্যৎ উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে অবহিত হন। এছাড়াও কর্মশালায় ব্যবসা-বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আনতে সহায়ক এরকম আরো অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি উচ্চশিক্ষার ক্ষেত্রে গুণগত মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ব্যবসাবাণিজ্যের উদ্যোগের ক্ষেত্রেও নবউদ্যোক্তাদের জন্য নিত্যনতুন পন্থা উদ্ভাবনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

;

উপজেলা নির্বাচন

ফুলগাজীতে ভোটার শূন্য ভোটকেন্দ্র



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে ফেনীর ফুলগাজী উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে উপজেলার প্রায় সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি শূন্য। এরমধ্যে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬টি বুথে ২ ঘণ্টায় কোন ভোটার ভোট দিতে আসেননি।

বুধবার (৮ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সবকয়টি কেন্দ্রের চিত্র একই। সকাল থেকে দুপুর অব্দি সময় গড়ালেও ভোটারবিহীন বেশিরভাগ কেন্দ্র। অলস সময় পার করছেন প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।

ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার না থাকায় ওই কেন্দ্রে ২ ঘণ্টা পার হলেও ভোট গ্রহণ শুরু করা যায়নি। কেন্দ্রে মোট ৯টি বুথের মধ্যে দুই ঘণ্টায় উত্তর শ্রীপুর গ্রামের তিনটি বুথে ২টি ভোট পড়েছে। অন্য ছয়টি বুথে একটি ভোটও পড়েনি।

উপজেলার আলী আজম স্কুল এন্ড কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকে ভোটার উপস্থিতি বেশ কম এ কেন্দ্রে। মাঝে মধ্যে দুই একজন আসছেন ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। তবে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিতি চোখে পড়েনি এ কেন্দ্রে।

একই চিত্র হাজী আমির হোসেন উচ্চ বিদ্যালয় ও আজমীর বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল কম। ভোটারদের তেমন উপস্থিতি দেখা মেলেনি দুই কেন্দ্রের একটিতেও। যে কয়েকজন আসছেন তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়ছে না। ভোট দিয়ে চলে যাচ্ছেন সহজে।

বেলা ১২টায় উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ৬টি বুথে সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ চলছে। কিন্তু ভোটারের লাইনগুলো পুরোই ফাঁকা। হিসাব মতে, ৪ ঘণ্টায় এ কেন্দ্রের ৬টি বুথে ১৭৩ জন ভোট দিয়েছেন।

জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র সাহা জানান, জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১২৪ জন ভোটার রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়টি বুথে ১৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।

ফুলগাজী সরকারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নয়ন দেব নাথ বলেন, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৮৪৬ জন ভোটার রয়েছে। সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে আশা করি। দক্ষিণ শ্রীপুর, উত্তর শ্রীপুর ও বিজয়পুর গ্রামের ভোটাররা ৯টি বুথে ভোট দিচ্ছেন।

ভোটাররা বলছেন, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে সহজ জয়ের পথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। ভোটের আগেই বিজয় নিশ্চিত থাকায় ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে নেই আগ্রহ। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী থাকলেও তেমন কাউকেই ভোটের মাঠে দেখা যায়নি।

আলী আহমেদ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ভোট আসলে আমেজ থাকে আগ্রহ থেকে। ফুলগাজীর নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা থেকেই কারও তেমন আগ্রহ নেই। সাধারণ মানুষের তো নেই, সাথে প্রার্থীদেরও নেই। কারণ হেভিওয়েট কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। যার কারণে ভোটাররা কেন্দ্রে আসছেন না।

এদিকে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফুলগাজী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে ৫৪ হাজার ৭৬০ জন পুরুষ এবং ৫০ হাজার ৯১১ জন নারী ভোটার রয়েছে। নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি ভোট কেন্দ্রের ২৪৪ বুথে ভোট গ্রহণ চলছে।

ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি বলেন, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। উপজেলায় একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আর দুইটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

;