আটকের এক সপ্তাহেও প্রতিবন্ধী যুবককে ফেরত পাঠায়নি বিএসএফ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে গত ১৮ আগস্ট এক প্রতিবন্ধী যুবককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো ফেরত পাঠানো হয়নি ঐ প্রতিবন্ধী যুবক হাসেন আলীকে।
আটককৃত হাসেন আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত কোব্বাত মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ১৮ আগস্ট ( বুধবার) আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ভারতীয় ভূখণ্ড তল্লিতলা এলাকায় ভুলবশত প্রবেশ করে প্রতিবন্ধী হাসেন আলী।
এসময় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার ঝলঝলি বিএসএফ ক্যাম্পের অধীন কালজানী নদীর চর পোস্টের ৬২ ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে বিএসএফ হাসেন আলীকে তুফানগঞ্জ থানা–পুলিশের নিকট হস্তান্তর করে বলে এক সুত্রের মাধ্যমে জানা গেছে।
শিলখুড়ি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ বলেন, ‘হাসেন আলী একজন প্রতিবন্ধী। তিনি বুঝতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। জানতে পেরেছি হাসেন আলী বর্তমানে তুফানগঞ্জ পুলিশের জিম্মায় রয়েছে।’
কুড়িগ্রাম ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসেন আলী ভারতে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বরাত দিয়ে জামাল হোসেন বলেন, ‘হাসেন আলী প্রতিবন্ধী না প্রতিবন্ধীর রুপ নিয়ে চোরাচালানের সাথে জড়িত তিনি। তাই ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’