নাটোরে ১২ মাদকসেবী আটক
নাটোর শহরের কানাইখালী এলাকা থেকে ১২ মাদকসেবীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে শহরের কানাইখালী এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের আটক করে।
নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহষ্পতিবার রাতে শহরের কানাইখালী এলাকায় র্যাবের এক বিশেষ অভিযানে মাদক সেবনের সময় গাঁজাসহ ১২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৃত ওছমান মৃধার ছেলে মো. সোলেমান (৪৯), মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল (৩০), মো. নবির উদ্দিনের ছেলে মো. শাহাদত (২৮), মো. মোবারক হোসেনের ছেলে মো. বিপ্লব (২৮), মো. রমজান প্রামানিকের ছেলে মো. আব্দুল্লাহ আল-মামুন জয় (২৬), মৃত আবুল হোসেনের ছেলে মো. খোরশেদ আলম (৪১), মো. রমজান আলীর ছেলে মো. মেহেদী হাসান (২০), মো. ইব্রাহীম ভূঁয়ার ছেলে মো. বেলাল (৩৮), মো. আমিন উদ্দিনের ছেলে মো. বিপ্লব হোসেন (৩৬), মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. শাহা জামাল দুখু (৩৬), মৃত আব্দুল মুন্নাফের ছেলে মো. হযরত আলী (৫০) ও মৃত মমিন উল্লাহ'র ছেলে মো. আমির হোসেন (৪৫)।
পরে আটককৃতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ডোপ টেস্টে ১২ জনের পজেটিভ হওয়ার তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা করা হয়।