লোকালয়ে এসে ধরা পড়ল বানর
ময়মনসিংহের গৌরীপুরে লোকালয় থেকে একটি বানর আটক করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কাছে বানরটি হস্তান্তর করা হয়। এর আগে সোমবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে বানরটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর থেকে একটি কলাবোঝাই ট্রাক রামগোপালপুর ইউনিয়নের বর্ধনপাড়া- পুম্বাইল আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের বিশ্বনাথপুর এলাকায় ট্রাক থেকে বানরটি নেমে পড়ে। পরে স্থানীয় লোকজন বানরটিকে আটক করে বিশ্বনাথপুর ঈদগাহ মাঠ সংলগ্ন ঈমান আলীর বাড়িতে শেকলে বেঁধে রাখে। মঙ্গলবার দুপুরে ঈমান আলীর ছেলে ফারুক মিয়া বাড়ি থেকে বানরটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, আটক হওয়া বানরটি উপজেলা প্রশাসন চত্বরে রাখা হয়েছে। বিভাগীয় বনকর্মকর্তার প্রতিনিধির কাছে বানরটি হস্তান্তর করা হবে।