ভাসানচরে ২ রোহিঙ্গা দালাল আটক

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা।

আটককৃতরা হলো, মো.রফিক (২৭) সে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ৮নং ক্লাস্টারের মৃত মো. ইসলামের ছেলে, ২৪নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মো. সেলিম (২০)।

বিজ্ঞাপন

শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল টীমের সদস্যরা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ২৪নং ক্লাস্টার থেকে ১ জন এবং ৮নং ক্লাস্টার ১ জন রোহিঙ্গা দালালকে আটক করে ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গারা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে চট্টগ্রাম-নোয়াখালী পাচার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃত রোহিঙ্গা দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে

বিজ্ঞাপন