শিবালয়ে ১৪ জেলের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করে উপজেলা প্রশাসন। এরমধ্য থেকে ১৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকী সাত জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় দেন প্রশাসন।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে ২১ জেলেকে আটক করা হয়। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিদের নিকট থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। একই সময়ে ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আর আটকদের মধ্যে সাত জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। অপর ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ইউএনও।