মানিকগঞ্জে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরন গ্রামে মৌমাছির কামড়ে মুন্নাফ মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালের দিকে ছাগল নিয়ে মাঠে যাওয়ার সময় মরহুম মন্টু চেয়ারম্যানের পুরান বাড়ির কাছে গেলে একটি মৌমাছির ঝাঁক এসে ছাগল ও মুন্নাফকে কামড়াতে থাকে। মুন্নাফের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দনি বলেন, এ ঘটনায় তিনজনকে কয়েকশো মৌমাছি কামড় দেয়। একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।