জামালপুরে ১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

জামালপুর জেলায় দ্বিতীয় ধাপের ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ১৬৩টি কেন্দ্রে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরই মধ্যে ইটাইল, বাঁশচড়া, রানাগাছা, দিগপাইত এবং রশীদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই ইউনিয়নগুলোতে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

অপরদিকে বাকী দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৬জন, তিতপল্লা ইউনিয়ন পরিষদে ৩ জন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদে ২জন, মেষ্টা ইউনিয়ন পরিষদে ৫জন, লক্ষীরচর ইউনিয়ন পরিষদে ৪জন, তুলশীরচর ইউনিয়ন পরিষদে ৩জন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদে ৩জন, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদে ৩ জন, নরুন্দি ইউনিয়ন পরিষদে ৪জন এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও ১৫টি ইউনিয়ন পরিষদে সদস্য পদে ৫৪২জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পনেরটি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫৫জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭শ' ৫৪ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার একজন।

বিজ্ঞাপন

জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মাহমুদুল আলম বলেন, ১৪টি ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন করা হবে তবে শুধুমাত্র বাঁশচড়া ইউনিয়ন পরিষদের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। তিনি বলেন ,নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও ৩ হাজার ৭শ' ২৮ জন পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।