ইভিএমের বড় চ্যালেঞ্জ গোপন কক্ষে ডাকাত দাঁড়িয়ে থাকা: ইসি আহসান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে কোনও চ্যালেঞ্জ দেখি না মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান বলেছেন, ইভিএমের বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সন্ত্রাসী ডাকাত দাঁড়িয়ে থাকাটাই।

সোমবার (৩০ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ইসি আহসান হাবীব বলন, ভোটকেন্দ্রের গোপন কক্ষে ডাকাত-সন্ত্রাসীর কেউ একজন যদি দাঁড়িয়ে থাকে, এবং বলে আপনার ভোট হয়ে গেছে, চলে যান। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। তবে, আমরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা দিব।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা টোটাল স্বাধীন। দুর্বলতা নেই। কোনও চাপ নেই। স্বাধীনভাবে কাজ করবো দেখবেন। আমি কথা কম বলতে চাই।

বিজ্ঞাপন