নোয়াখালীতে ঝোপে মিলল আগ্নেয়াস্ত্র

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালীতে ঝোপে মিলল আগ্নেয়াস্ত্র

নোয়াখালীতে ঝোপে মিলল আগ্নেয়াস্ত্র

নোয়াখালীর সেনবাগে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগানসহ কয়েকটি দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (৩১ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের হোসেন সওদাগরের বাড়ির সামনের রাস্তা সংলগ্ন কলা গাছের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাত্রিকালীন ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে গলা গাছের ঝোপে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র, ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি কিরিজ, ২টি লাঠি উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন