লিটারে ৫ টাকা কমল জেট ফুয়েলের দাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটে প্রতি লিটারের নতুন দর করা হয়েছে ১২৫ টাকা। আন্তর্জাতিক রুটের জন্য লিটার প্রতি দাম হয়েছে ৯৬ সেন্ট।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার থেকে এই দর কার্যকর হবে।

বিজ্ঞাপন

গত ২৬ অক্টোবর জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১৩০ টাকা আর আন্তর্জাতিক গন্তব্যের জন্য এক ডলার নির্ধারণ করা হয়।

এর আগে, গত জুন মাসে জেট ফুয়েলের লিটারপ্রতি দাম ছিল ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ এবং সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করে বিপিসি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সঙ্গে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।