সিরাজগঞ্জে  দ্বিতীয় দিনে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

 সিরাজগঞ্জে  দ্বিতীয় দিনে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

 সিরাজগঞ্জে  দ্বিতীয় দিনে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

দ্বিতীয় দিনের মত সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮টি জেলায় ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ এম এ মতিন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, রাজশাহী রুটের সকল বাস বন্ধ রয়েছে।

জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা গামী বাস চলাচল করছে। এদিকে ১০ দফা দাবিতে সিরাজগঞ্জে ৩ দিনের পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

আজ শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে যাত্রী সংখ্যা তেমন দেখা মিলছে না। জেলার অভ্যন্তরীণ চলাচলের জন্য যাত্রী এখন একমাত্র ভরসা সিএনজি অটোরিকশা। যে কারণেই গতকাল বৃহস্পতিবার থেকে ভাড়া বেড়েছে সিএনজি অটোরিকশার।

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সমিতির সভাপতি সুলতার মাহামুদ জানান, ১০ দফা দাবিতে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট পালন করা হচ্ছে। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে দাবি মানা না পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে সড়কে থ্রি-হুইলার ও নসিমন-করিমন ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট শুরু হয়েছে।