চট্টগ্রামে ভবনের দেয়াল ধস, নিহত বেড়ে ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে ভবনের দেয়াল ধস

চট্টগ্রামে ভবনের দেয়াল ধস

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জামালখানে পরিত্যক্ত ভবনের দেয়াল ধসের ঘটনায় চিকিৎসাধী আরও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জামালখানের শিড়ির গোড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় ৬০ বছর বয়সী রওনক চক্রবর্তী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত ফটিকছড়ির ডাকপাড়ার আব্দুল খালেকের পুত্র ৪১ বছর বয়সী মো. জসিম চমেক হাসপাতালে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।

বিজ্ঞাপন

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নগরীর পুরাতন একতলা পরিত্যক্ত ভবনের দেয়াল রাস্তার দিকে ধসে পড়ে। এতে এক পথচারী নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল আমাদের টিম কাজ করছে।

পরিত্যক্ত ওই ভবনটি কয়েকদিন আগে ভেঙে ফেলার কাজ শুরু হয়। তবে ভবনের মালিকপক্ষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।

সিএমপির (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা ঘটনাস্থল থেকে জানান, আমরা খবর পেয়ে এসেছি। কিভাবে কি হয়েছে দেখছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।