সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সার্জেন্ট নিহত
নোয়াখালীর সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমান বাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন (৩৯) উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ের ১১টার দিকে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাত দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন আনোয়ার। বৃহস্পতিবার সকালে ব্যক্তি গত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। যাত্রা পথে উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছলে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়েন গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে সার্জেন্ট আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। নিহতের স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।