ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নায়েব আলী মণ্ডল তথ্য জানান।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হবে। আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

তিনি বলেন, কিছুদিন আগে ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বরাবরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে পাঁচটি ঈদ জামাত।

যুগ্মসচিব বলেন, মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২২ বা ২৩ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

মেডিকেল ভিসায় শর্তের জালে ভারতে আটকা শতাধিক পাসপোর্টধারী



আজিজুল হক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নতুন শর্তের জালে পড়ে কয়েক'শ পাসপোর্টধারী ভারতে আটকা পড়েছেন। দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিসে আবেদন করলেও কাজের ধীরগতিতে দুই সপ্তাহ ধরে আটকে থেকে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। ভুক্তভোগীরা চিকিৎসা সেবারা জটিলতা কমিয়ে ভারত ভ্রমণ সহজীকরণের আহ্বান জানিয়েছেন। 

হঠাৎ এমন শর্তের ফাঁদে পড়ে ভারতে ১৩ দিন ধরে আটকে থাকা ভুক্তভোগী মেডিকেল ভিসার পাসপোর্টধারী সাইদুর নীর সালিন জানান, তার বাবা মোহাম্মদ শাহ আলম জটিল রোগে আক্রান্ত । স্বজনদের পরমর্শে উন্নত চিকিৎসার জন্য ধার কার্য করে মেডিকেল ভিসায় গত মাসে বাবাকে নিয়ে তিনি ভারতে এসেছিলেন। আসার আগে তিনি ভারতীয় দূতাবাসের শর্ত অনুযায়ী কলকাতার একটি হাসপাতালে প্রত্যায়ন পত্র নেন। কিন্তু ভারতে এসে জানতে পারেন হায়দ্রাবাদে আরও উন্নত চিকিৎসা মিলবে। পরে তিনি কলকাতায় না দেখিয়ে হায়দ্রাবাদে চিকিৎসা করান। এসময় চিকিৎসক তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অপারেশনের পরমর্শ দেন। কিন্তু বাবার শারীরিক অবস্থার খুব অবনতি এবং চিকিৎসা জন্য বড় অংকের অর্থ প্রয়োজন হওয়ায় তাদের ফিরে আসার সিদ্ধান্ত নিতে হয়। গত ২১ জুন ফেরার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চিকিৎসার কাগজপত্র দেখে অভিযোগ করেন কলকাতায় না দেখিয়ে কেন হায়দ্রাবাদে ডাক্তার দেখিয়েছেন। এক পর্যায়ে তাদের দুই জনের পাসপোর্ট আপলোড সিল মেরে দেশে ফেরতের উপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় এবং দেশে ফিরে ভুল শিকার করে অনলাইনে ইমিগ্রেশন ব্যুরোতে আবেদন করতে বলেন। বাধ্য হয়ে তারা ফিরে গিয়ে বঁনগার একটি আবাসিক হোটেলে ওঠেন এবং অনলাইনে ইমিগ্রেশন ব্যুরো বরাবর ঐ দিনই আবেদন করেন । কিন্তু আবেদনের দুই সপ্তাহ পার হলেও ইমিগ্রেশন থেকে উত্তর না আসার তাদের হোটেলে আটকে থাকতে হচ্ছে। একদিকে অর্থকষ্ট অন্যদিকে অসুস্থ শরীর নিয়ে তার বাবাকে সময় কাটাতে হচ্ছে। কবে ফিরতে পারবেন নিজেও জানেন না। তাদের মত আরও অনেক মেডিকেল ভিসায় চিকিৎসার জন্য পাসপোর্টধারী এ সমস্যায় আটকা পড়েছেন বলে জানান।

উন্নত চিকিৎসা সেবা, উচ্চ শিক্ষা, ব্যবসার খোঁজ খবর ও দর্শনীয় স্থান ঘুরতে প্রতিবছর কেবল বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহার করে ২০ থেকে ২২ লাখ পাসপোর্টধারী ভারতে যাতায়াত করে থাকে।

গত ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে বেনাপোল বন্দর ব্যবহার করেছে ১৯ লাখ ৮৫ হাজার ৪০৭ জন। যা চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে ছিল ১৯ লাখ ৯৮ হাজার ৪৪৭ জন। এক্ষেত্রে যাত্রীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৪০ জন। এ খাত থেকে ভিসা ফি বাবদ বেনাপোল ইমিগ্রেশন ব্যবহারকারীদের কাছ থেকে ভারতীয় দূতাবাস বছরে ১২০ কোটি টাকার বেশি আয় করে থাকে। এছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীরা প্রয়োজনীয় কাজ মেটাতে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা কেবল বেনাপোল বন্দর হয়ে ভারতে নিয়ে খরচ করছে। আরও ভারতের সাথে বাংলাদেশের রয়েছে বড় বাণিজ্যিক সম্পর্ক। বছরে প্রায় ১৪ মার্কিন বিলিয়ন ডলারের আমদানি ও ২ মার্কিন বিলিয়ন ডলারের রফতানি বাণিজ্য হয়।

এত বড় সম্পর্ক যে দেশের সাথে তাদের দেশের ভিসা প্রাপ্তি ও ভ্রমণের ক্ষেত্রে নানান কঠিন শর্তে দিন দিন নাজেহাল হতে হচ্ছে অসহায় বাংলাদেশিদের। কাগজপত্র ঠিক থাকলেও মায়ের ভিসা দিলে তো সাথে বাচ্চার ভিসা অনেক সময় লাগেনা। পরের বার আবেদনে আবার দিচ্ছে। এছাড়া মেডিকেল ভিসার ক্ষেত্রে ৬ মাসের ভিসা দিলেও অনেক সময় একবার ভ্রমণের সুযোগ মিলছে। এতে চিকিৎসা সম্পূর্ণ হচ্ছেনা। পরে আবার ভিসা করাতে বা দীর্ঘ সময় ভারতে থেকে চিকিৎসা শেষ করতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। এবং ৬ মাসের মাল্টিপল ট্যুরিষ্ট ভিসায় মাসে ২ বারের বেশি ভ্রমণ করা যায়না পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে। আবার অনেক সময় দেখা যায় বিজনেস ভিসায় ঘন ঘন গেলে নানান কৈফিয়ত দিতে হয়। অথচ ভারতীয় পাসপোর্টধারী এধরনের কোন শর্ত বা হেনস্তা ছাড়া অনায়াসে ব্যবসা, চাকুরী বা স্বজদের সাথে সময় কাটাতে আসতে পারেন বাংলাদেশে।

পাসপোর্টধারী যাত্রী আব্দুর রহমান জানান, মেডিকেল ভিসায় আগে চিকিৎসার জন্য ডাক্তার বুকিং নিয়ে সেই ডাক্তার বা অন্য ডাক্তার দেখানোর ক্ষেত্রে কোন বিধি নিষেধ ছিলনা। এই কঠিন শর্তে বাংলাদেশিদের হয়রানির মাত্রা নতুন আর একটি যুক্ত হলো। চিকিৎসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের আয় বাড়াতে ভারতীয় দূতাবাস এ পন্থা অবলম্বন করছেন বলে জানান তিনি।

পাসপোর্টধারী রতন সরকার জানান, দেশে দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে বাধ্য হয়ে ভারতে যেতে হয়। এছাড়া পেট্রাপোল ইমিগ্রেশনে জনবল সংকটে এক এক জনকে ৪ থেকে ৫ ঘণ্টা লাইনে দাড়াতে হয়। ভারত বন্ধু দেশ। তারা বাংলাদেশিদের চিকিৎসা সেবা সহজ করতে কঠিন এ শর্ত প্রত্যাহার ও যাত্রা সহজ করতে আন্তরিক হবেন এমনটি প্রত্যাশা করেন তিনি।

আরও কিছু পাসপোর্টধারীদের সাথে কথা বলে জানা যায়, ভারতে মেডিকেল ভিসার জন্য পাসপোর্ট জমার সিরিয়াল নিতে যদি ২ মাস অপেক্ষা করতে হয় তবে জরুরী চিকিৎসা কিভাবে পাবো।

ট্রাভেলস ব্যবসায়ী বেনাপোলের উজ্বল বিশ্বাস জানান, ভারতে যাত্রী যাতায়াত বাড়লেও তারা সেবার মান বাড়ায়নি। পেট্রাপোল ইমিগ্রেশন সারতে এক এক জনের ৩ ঘণ্টার বেশি লাইনে দাড়াতে হয়। সেবা বাড়াতে বিভিন্ন বাণিজ্যিক বৈঠকে অনেক অনুরোধ জানালেও এখন পর্যন্ত তারা কথা রাখেনি।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, যাত্রীরা দ্রুত বেনাপোল বন্দর পার হলেও পেট্রাপোল বন্দরে কিছুটা ভোগান্তি হয়। তবে সেবা বাড়াতে সম্প্রতি তাদের আহ্বান জানানো হয়েছে। তারা আশ্বস্ত করেছেন আমাদের।।

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৭



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৭

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (০২ জুলাই) সকাল ছয়টা থেকে বুধবার (০৩ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে থেকে ৯৪৩ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ১৪টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;

পেনশন স্কিম নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ছবি: বার্তা২৪.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সর্বজনীন পেনশন কর্মসূচির 'প্রত্যয়' স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান আন্দোলন কর্মসূচির দ্বিতীয় দিনে দুই গ্রুপ কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলমকে আহ্বায়ক ও রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম। তদন্ত কমিটির প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর প্রেরণের জন্য বলা হয়।

ববিতে সংঘর্ষের ঘটনায় জড়িতদের একপক্ষ সরাসরি কর্মকর্তা এবং অন্যপক্ষ ধীরে ধীরে প্রমোশন পেয়ে কর্মকর্তা হয়েছেন। যে কারণে প্রথম পক্ষের কর্মকর্তারা ডিরেক্ট অফিসার্স অ্যিাসোসিয়েশন তৈরি করে দ্বিতীয় পক্ষ থেকে নিজেদের পৃথক ও বড় দেখাতে চান বলে অভিযোগ দ্বিতীয় পক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মকর্তাদের। তারা উভয়েই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছিলেন। 

হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. তানজিম হাসান, সহকারী রেজিস্ট্রার তৌফিকুল ইসলাম রাহাত, সেকশন অফিসার মাহমুদুল হাসান, মিজানুর রহমান ও আবু সায়েম। অন্যদিকে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও পরিকল্পনা দফতরের ডেপুটি ডিরেক্টর আবু হাসান, প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, অর্থদপ্তরের ডেপুটি একাউন্টস অফিসার ইকবাল মিয়া এবং সহকারী রেজিস্টার আনোয়ার সাদাত হাসপাতালে ভর্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের নীচতলায় বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ব্যানার টানিয়ে কর্মবিরতি পালন করছিল। কিছু সময়ের পর ওই স্থানে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন লেখা ব্যানার নিয়ে তা ঝোলাতে আরেকটি গ্রুপ সেখানে অবস্থান নিতে চায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পরেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা এবং পুলিশ এসে তাদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারের সভাপতি ও ববির অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার কর্মবিরতি পালন করতে প্রশাসনিক ভবন (১ম) এর নিচতলায় ব্যানার নিয়ে যাই। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা ওই ব্যানার ছিঁড়ে ফেলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে আরো একটি ব্যানার আনা হয়। সেই ব্যানারও তারা কেড়ে নিয়ে যায়। এরপর চেয়ার নিয়ে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের ছয় কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ববির ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বার্তা২৪.কমকে জানান, তাদের সংগঠনটি বৈধ সংগঠন। সংগঠনের রেজিস্ট্রেশন রয়েছে এবং তিনি অফিসার্সদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সভাপতি হয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে থাকা ৪টি সংগঠন বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে। হঠাৎ করে রাতারাতি একটি ব্যানার নিয়ে আরেকটি সংগঠন গড়ে উঠেছে। 

সেখানে তাদের নিয়ে কটাক্ষ এবং নতুন সংগঠন গড়ে তোলা সমোচিত হয়নি বলে জানান বাহাউদ্দীন গোলাপ।

হামলার বিষয়ে তিনি বলেন, তারা মঙ্গলবার আমাদের সাথেই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। আজও কর্মবিরতি পালন করছিলেন। আকস্মিক তারা সংগঠনের নামে ব্যানার নিয়ে এসে প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান নেয়। এ সময় তাদেরকে অন্যত্র সরে যেতে বললে তারা তাদের অবস্থানে অনঢ় থাকেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই সংগঠনের কর্মকর্তারা চেয়ার নিয়ে আমাদের কর্মকর্তাদের ওপর হামলা চালায়। হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষ হয়। এতে আমাদের পক্ষের ৪ জন আহত হয়েছেন। এ ঘটনার বিচার দাবি করেন বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাপ।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর. মুকুল বার্তা২৪.কমকে জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। তাৎক্ষণিক প্রক্টর, শিক্ষক এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিষয়টি তাদের অভ্যন্তরীণ, এ কারণে এ ব্যাপারে পুলিশ কোনো হস্তক্ষেপ করবে না। তবে প্রক্টর জানিয়েছে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সে জন্য পদক্ষেপ নেবেন।

বিষয়টি নিয়ে বিব্রত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া কোনো বক্তব্য দিতে রাজী হননি। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বার্তা২৪.কমকে জানিয়েছেন, হাতাহাতির আকস্মিকতায় আমিও হতভম্ব হয়েছি। তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করা হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য উভয় গ্রুপকে নিয়ে বৈঠক করা হবে।

অন্যদিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা ববির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আহনাফ এর বাবা আলতাফ পারভেজ বার্তা২৪.কমকে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শোনার পর থেকেই আমাদের লজ্জা লাগছে। কারণ, এখানে আমাদের সন্তানরা পড়ছে। ওরা তাহলে কি শিখবে। তিনি আরো বলেন, আমিতো মনে করি রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত বলেই এগুলো ঘটছে।

;

মানিকগঞ্জে হেরোইনসহ আটক ১



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
আটক সাইফুল ইসলাম ওরফে টিপু।

আটক সাইফুল ইসলাম ওরফে টিপু।

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে টিপু (৪২) নামের এক ব্যক্তিকে ৪৮ গ্রাম হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।

বুধবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি'র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক সাইফুল ইসলাম মানিকগঞ্জ পৌরসভা এলাকার পূর্ব দাশড়া এলাকার মৃত ছালাম দেওয়ানের ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, জেলা শহরের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে চলাফেরা করে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে সাইফুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি'র এস আই মো. আশিকুর রহমানকে মঙ্গলবার (০২ জুলাই) রাতে তাকে আটক করে।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাসি করে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক সাইফুলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি আবুল কালাম।

;