লক্ষ্মীপুরে বিনামূল্যে হাজারো রোগীর চিকিৎসাসেবা
লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
সদর উপজেলার টুমচর গ্রামের স্থানীয় আনোয়ারা মনছুর ফাউন্ডেশন ও মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে পশ্চিম টুমচর চিকিৎসা কেন্দ্রে এ সেবা দেয়া হয়। এসময় প্রায় ৮০০ চক্ষু রোগী ও ২০০ ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ ওষুধ বিতরণ করা হয়। এছাড়া চোখে লেন্স সংযোজন এর জন্য ৬৫ জনকে শনাক্ত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার শফিক উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শহীদ উদ্দিন, ডায়াবেটিস চিকিৎসক নাজমুল নাজমুল সাকিব, নাজিবুল এহসান, সমাজকর্মী শামছুল আরেফিন লিটন প্রমুখ।