বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাজেট ঘোষণা



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

  • Font increase
  • Font Decrease

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম।

শনিবার (২৭ মে) সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে ২ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মোমেন মোল্লা জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হয়েছে তার মধ্যে রাজস্ব খাতে ৫২ লাখ ৬২ হাজার ৭০ এবং উন্নয়ন খাতে ১ কোটি ৬৯ লাখ ১ হাজার ৫৩৬ টাকা রয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বহরপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো: খলিলুর রহমান বিশ্বাস, ৮ নং ওয়ার্ডের সদস্য মো: মুরাদ বিশ্বাস, ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শিরিনা আক্তার বিউটি প্রমুখ।

এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণার সময় বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রেজাউল করিম বলেন, এটি আমার ১৩তম বাজেট ঘোষণা। প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথায় রেখেই করি।

   

ব্রহ্মপুত্রে নিখোঁজের ১৭ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তানের জীবন বাঁচিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি আঞ্জুম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গফরগাঁওয়ের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ গৃহবধূ রিমি আঞ্জুমের লাশ উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবুরি দলের উদ্ধার অভিযানের এক পর্যায়ে রিমি আঞ্জুমের মরদেহ বরশিতে আটকা অবস্থায় আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর পিলারের কাছে ভেসে উঠে। শুক্রবার ঘটনার পর স্থানীয় ও গফরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টা উদ্ধার অভিযান করে আলো স্বল্পতা ও অক্সিজেনের অভাবে অভিযান স্থগিত করে। শনিবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান গফরগাঁও থানার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ।

উল্লেখ্য, গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের কৃষ্ণবাজার এলাকার আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণ করতে নিহত রিমি আঞ্জুম, তার মেয়ে রোজা (১০), ছেলে সাদ(৩), শাশুড়ি ফাহিমা (৫০), ভাগনি তিথি (২০) ও আলামিন (২০) ব্রহ্মপুত্র নদে কাঁশবন দেখতে যান। ভ্রমণ শেষে ফিরে আসার সময় রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদকে নিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। এসময় রিমি আঞ্জুম শিশু সন্তানকে পানির উপরে তুলে ধরলে সঙ্গে থাকা আত্মীয় আলামিন ও নৌকার মাঝি সাদকে নৌকায় তুললেও তিনি পানিতে তলিয়ে যান।

;

‘প্রধানমন্ত্রীর মহানুভবতায় ভালো চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও মহানুভবতায়।

বিএনপির হরতাল কর্মসূচির হুঁশিয়ারি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;

বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২২ জন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৮ জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন উপজেলা হাসপাতাল গুলোতে ২১ জন। চলতি বছরের ১ জানুয়ারি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া জেলায় এক হাজার ৭৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মারা গেছেন ছয় জন।

বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, আগস্ট মাসে তার সাত বছর এবং এক বছর বয়সী দুই সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়েছে।

তিনি বলেন,  হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি। ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন রোগীদের বিশেষ গুরুত্ব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, ডেঙ্গু রোগীদের প্রয়োজন স্যালাইন আর সার্বক্ষণিক পর্যবেক্ষণ। তিনি বলেন, হাসপাতালে চিকিসাধীন রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। মোহাম্মদ আলী হাসপাতালে কোন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ বলেন, এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি করার মত ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত একসঙ্গে এত রোগী আসেনি। তারপরেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে ভর্তির ব্যবস্থা করা হবে। ডেঙ্গু আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হবে না।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চলতি মাসে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে পৌরসভার পক্ষ থেকে মশক নিধন, লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে।

;

সুন্দরবন ভ্রমণে নৌ বহরে যুক্ত হলো অত্যাধুনিক ৬ জলযান



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মোংলা (বাগেরহাট)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বিদেশি পর্যটক ও রাষ্ট্রীয় অতিথিদের ভ্রমণের জন্য সুন্দরবনের নৌ বহরে যুক্ত হয়েছে ৬টি অত্যাধুনিক জলযান। এরমধ্যে রয়েছে আবাসন সুযোগ সুবিধা সম্পন্ন দুইটি লঞ্চও।

সুন্দরবন পূর্ব বনবিভাগের জন্য এমভি বনবিহারিনী আর সুন্দরবন পশ্চিম বনবিভাগের জন্য এমভি বনমালা লঞ্চ দুইটি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলার ফুয়েল জেটিতে লঞ্চ দুটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এছাড়া সুন্দরবনের সকল ধরনের অপরাধ দমনে বনবিভাগের 'স্মার্ট পেট্রোলিং টিমের জন্য দুইটি ফাইবার বডি ট্রলার ও দুটি ওপেন টাইপ স্পিডবোট হস্তান্তর করেন উপমন্ত্রী। সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় তৈরি করা হয় এসব জলযান।

জলযান হস্তান্তর ও উদ্বোধনকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, সুন্দরবন সুরক্ষা ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা প্রদানে সরকার নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সুন্দরবনকে অনেক ভালবাসেন। আমি এ মন্ত্রণালয়ে শপথ নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী আমাকে বনের রাণী বলে ডাকেন। তাই তার এই অনুপ্রেরণায় সুন্দরবন শব্দটা আমার কানে আসলেই সাথে সাথে ছুটে যাই সেখানে। আমার নির্বাচনী এলাকার উন্নয়নের পাশাপাশি সুন্দরবন সুরক্ষা ও বন অপরাধ দমনে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছি।

তিনি আরও বলেন, ২০১১ সাল থেকে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বনের অবকাঠামোগত উন্নয়ন, বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও বনপ্রহরীদের জন্য আধুনিক জলযান তৈরি করা হয়েছে।

পরে উপমন্ত্রী সুন্দরবনে যুক্ত হওয়া নতুন লঞ্চ 'বন বিহারিনীতে' করে বনের করমজল ও ঢাংমারী যান। সে সময় উপমন্ত্রী বনের অভ্যন্তরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা দ্বিতীয় পর্যায় শীর্ষক কারিগরি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবু নাসের মোহসিন হোসেন, সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম এবং করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরসহ অন্যান্যরা।

;