ময়মনসিংহে ড্রেনে মিলল মানুষের খণ্ডিত পা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে ড্রেনে মিলল মানুষের খণ্ডিত পা

ময়মনসিংহে ড্রেনে মিলল মানুষের খণ্ডিত পা

ময়মনসিংহে একটি ড্রেন থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) বেলা আড়াইটার দিকে মহানগরীর পলিটেকনিক মসজিদ এলাকার ড্রেন থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত বলেন, দুপুরের দিকে জানতে পারি, যে পলিটেকনিক মসজিদ এলাকার ড্রেনে মানুষর খণ্ডিত পা ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খণ্ডিত পাটি অনেক দিন আগের। এটি পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে পা ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।