আফছারুল আমীনের মৃত্যুতে প্রাথমিক প্রতিমন্ত্রীর শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, আফছারুল আমীন অসাধারণ প্রজ্ঞা, দূরদর্শিতা ও মেধার অধিকারী ছিলেন জনসেবাই ছিল তাঁর ব্রত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও তিনি সাফল্যের সাক্ষর রেখেছেন। তাঁর মৃত্যতে দেশ একজন সৎ, দেশপ্রমিক ও নিষ্ঠাবান রাজনীতিককে হারালো।

প্রসঙ্গত, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে জনাব আফছারুল আমীন আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর।