ভারত থেকে দেশে এলো ১৪৬৭ মেট্রিক টন পেঁয়াজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পেঁয়াজ আমদানির অনুমতির প্রথম দিনই ভারত থেকে এলো ১ হাজার ৪৬৭ মেট্রিক টন পেঁয়াজ।

৮১ দিন আমদানি বন্ধ থাকার পর সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৩৩০ মেট্রিক টন ও বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।

সোনা মসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, আজ দুপুরের পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদিপুর বন্দর থেকে বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আসা শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫৬টি ভারতীয় ট্রাকে পেঁয়াজ এসেছে ১ হাজার ৬২ টন।

ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখার উদ্দিন বলেন, আজ সন্ধ্যা ৬টার আগে ভারত থেকে ১১ ট্রাকে প্রায় ৩৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান বলেন, দেশের বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রোববার কৃষি মন্ত্রণালয়ের আমদানির অনুমতির কথা জানানোর পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৫টার পর কয়েক ট্রাক পেঁয়াজ ভারতের বসিরহাটা মহকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে ভোমরা স্থলবন্দরে ঢুকেছে। ভারতের অংশে শতাধিক পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে আমদানির অপেক্ষায়। তারা কাগজপত্র প্রস্তুত করতে না পারায় আজ আমদানি করা সম্ভব হয়নি। মঙ্গলবার সেসব পেঁয়াজ আমদানি হতে পারে।

এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে মাত্র এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২৫ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এখনো পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েনি। ব্যবসায়ীরা বলছেন, দ্রুতই খুচরায়ও দাম কমে আসবে।

   

পশ্চিমারা আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে: শিক্ষা উপমন্ত্রী



স্টাফ করেসপনডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
পশ্চিমারা আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে: শিক্ষা উপমন্ত্রী

পশ্চিমারা আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে: শিক্ষা উপমন্ত্রী

  • Font increase
  • Font Decrease

পশ্চিমা বিশ্ব আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আমাদেরকে শোষণ করে অর্থসম্পদ সবকিছু লুটপাট করে নিয়ে গিয়ে তারা তাদের জন্য একটা জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে। সেই জ্ঞান এখনো আমাদের বিতরণ করে বেড়ায়।’

শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপমন্ত্রী বর্তমান সময়ে পুঁজির অভাবে উদ্যোক্তা হওয়া কঠিন উল্লেখ বলেন , ‘উদ্যোক্তা হওয়া যে কী কষ্ট, পুঁজি সংগ্রহ করা কী কঠিন! আমি এই জেনারেশনের অংশ হিসেবে জানি ব্যাংক আমাদের ৫ লাখ টাকাও লোন দেয় না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি যদি সারাদিন বলি আপনাকে উদ্যোক্ত হন। আপনাকে  কে টাকা দিবে? যার রেঞ্জ রোভার গাড়ি আছে, তাকে মার্সিডিজ কেনার জন্য ব্যাংক টাকা দিবে। কিন্তু ব্যাংক আমাদের কোনো টাকা পয়সা দিবে না।’

এসময় ইউরোপ আমেরিকার ইংরেজি ভাষাভাষী দেশগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের মত দেশগুলো লুট করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে বলে অভিযোগ করে উপমন্ত্রী বলেন, ‘এসব দেশ জ্ঞান বিতরণ করলেও নিজেদের অপকর্মের কথা কখনোই বলে না।’

এসময় সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও  সাবেক উপাচার্য ড. এ. কে. আজাদ চৌধুরী। 

তিনি বলেন, ‘স্ট্যানফোর্ডে স্টিভ জবস স্নাতকদের উদ্দেশ্যে বলেছিলেন, অন্যকে নকল করতে গিয়ে সংক্ষিপ্ত এই জীবন নষ্ট করো না। তোমার মনে যা আসে তাই করবে। তোমার বিবেক যা বলবে তাই করবে। তোমার মস্তিষ্ক যা চিন্তা করে তাই করবে। আজকের স্নাতকদের প্রতিও আমার একই আহ্বান।’

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ৪ হাজার ৬৬৩ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এছাড়াও ভালো ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের ৫ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ৪ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল ও ৬ জনকে চেয়ারম্যান গোল্ড মেডেল প্রদান করা হয়। 

সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। 

সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ প্রমুখ। 

;

চট্টগ্রামে একদিনে ১৪৩ জনের ডেঙ্গু শনাক্ত



স্টাফ করেসপনডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও এদিন নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৪৩ জনের।

শনিবার (৩০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ২৮৬ জন। এছাড়া বাকি ৩৯৩ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২১৮ জন ভর্তি রয়েছে। 

চট্টগ্রাম জেলায় চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন।

 

;

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল কয়লার জাহাজের ১৪ ক্রুকে উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল কয়লার জাহাজের ১৪ ক্রুকে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল কয়লার জাহাজের ১৪ ক্রুকে উদ্ধার

  • Font increase
  • Font Decrease

 

চট্টগ্রাম থেকে কয়লা বোঝাই করে কুমিল্লার দাউদকান্দির যাওয়ার পথে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া জাহাজের ১৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার এম ভি “মাস্টার সুমন-২” নামক একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ১১শ’ টন কয়লা বোঝাই করে কুমিল্লার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা করে। একপর্যায়ে ইঞ্জিন রুমে পানি ডুকে ইঞ্জিন বিকল হয়ে লাইটার জাহাজটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। জাহজটি সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ৯.৫ নটিক্যাল মাইল উত্তরে নোঙ্গর করে এবং মোবাইল ফোনের মাধ্যেমে লাইটারের ক্রুরা উদ্ধার সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করে।

'খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্য অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে দ্রুত সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালিন আনুমানিক সোয়া ১১টার দিকে ১৪ জন লাইটার জাহাজের ক্রুকে গভীর সমুদ্রে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।'

পরে লাইটারটি উদ্ধারের পর মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং ক্রুসহ লাইটারটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

;

আবারো কমলো সোনার দাম



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ২৭ সেপ্টেম্বর সোনার মূল্য কমেছিল এক হাজার ২৮৪ টাকা। ৪৮ ঘণ্টা না যেতেই ফের কমানো হলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক হাজার ৭৪৯ টাকা কমে এখন বর্তমান মূল্য ৯৮ হাজার ২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার (১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

;