জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের উত্তরপাড়া এলকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুম’আর নামাজ পড়ার উদ্দেশ্যে বেশ কয়েকজন মসুল্লী অটোরিকশাযোগে নুরুন্দি ইটাইল থেকে পার্শ্ববর্তী গ্রামে একটি মসজিদে যাচ্ছিলেন।

অটোরিকশাটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল এলাকার ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫) ও একই এলাকার সদর আলীর ছেলে আব্দুল মজিদ(৪৮) কে মৃত ঘোষণা করেন।

এসময় গুরুতর আহত একই এলাকার হানিফ (৫৮), শফিকুল (৫৫), খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নাল (৪২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে জয়নাল ও সাহেদ আলীও মারা যান।

নিহত অটোরিকশার চালক জয়নাল ওই এলাকার সোবাহান আলীর ছেলে এবং নিহত সাহেদ আলী একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহ্নেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।