চট্টগ্রামে ঘুমন্ত বাবাকে কুপিয়ে মারল ছেলে
চট্টগ্রামের বাঁশখালীতে বকাঝকা করায় ঘুমন্ত অবস্থায় মো. বাদশা (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছেলে এনামুল (২২)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলান পুঁইছড়ি ইউনিয়নের পুর্ব-পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. বাদশা সাওদাগর ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি স্থানীয় শাহাদাত মার্কেটের বাদশা ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
শুক্রবার দুপুরে বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু সেখর হালদার।
তিনি বলেন, ভোরে স্থানীয় ইউপি সদস্য খবরে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী বাদশার রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মধ্যরাতের যে কোন এক সময় এই হত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশার পরিবারের সবাইকে থানা নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার ছোট ছেলে ইয়াকুব তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।
'সে জানায়, তার বাবা তাকে প্রায় সময় বকাঝকা করতো, তার সঙ্গে রাগারাগি করতো। তাই বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে রাতে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে প্রথমে বাদশার মাথায় একটি কুপ দেয়, পরে পেছনে ঘাড়ে আরেকটি কুপ দেয়, সর্বশেষ কানে তৃতীয় কুপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরও বলেন, ইয়াকুব ব্যবসায়ী বাদশার চার ছেলের মধ্যে ছোট। সে তার বাবার সঙ্গে ডেকোরেশন ব্যবসায় সহযোগিতা করত। তার আরও দুটি ছেলে ঘরে রয়েছে, আরেকজন বিদেশ থাকে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই পরিদর্শক।