ঢাকা-ভোলা কার্নিভাল ক্রুজ যাত্রা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা-ভোলা কার্নিভাল ক্রুজ যাত্রা শুরু

ঢাকা-ভোলা কার্নিভাল ক্রুজ যাত্রা শুরু

ভোলার ইলিশা-ঢাকা নৌরুটে আনন্দ ভ্রমণে চলাচল শুরু হয়েছে ভোলাবাসীর প্রতিক্ষিত যাত্রী ও গাড়ি বহনকারী বিলাসবহুল জাহাজ কারর্নিভাল ক্রুজ। ‘যাব বাড়ি সাথে নিয়ে যাব গাড়ি’এবার প্রিয় গাড়িটি সাথে নিয়ে গন্তব্য হোক বাড়ি। এই স্লোগানের সাথে মিল রেখে গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার শুভ উদ্বোধন করা হয়েছিল কার্নিভাল ক্রুজ রো রো ফেরি। বাংলাদেশে এই প্রথম যাত্রী এবং গাড়ি বহনকারী জাহাজ নির্মাণ করলো কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেড।

যেখানে থাকছে একই সাথে গাড়ি এবং যাত্রী বহন করার সুবিধা। যাত্রী বহন করার জন্য থাকছে বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন। বিজনেস ক্লাস এসি চেয়ার এবং সাধারণ যাত্রীদের জন্য থাকছে ডেকে ভ্রমণ করার সুবিধা। এসি/নন এসি এবং ভিআইপি কেবিনে থাকছে অ্যাটাচ বাথরুম।

বিজ্ঞাপন

বিলাশবহুল জাহাজ কার্নিভাল ক্রুজ নৌযানটি নিয়মিত চলাচল করবে ঢাকা-ইলিশা ভোলা নৌ রুটে। ঢাকা পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পশ্চিম প্রান্তের নিজস্ব জেটি থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিলাসবহুল কার্নিভাল ক্রুজ জাহাজটি। শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকাল ৮ টায় ঢাকা থেকে ছেড়ে ভোলায় আসছে এবং রাত ৯ টায় ভোলা ইলিশা থেকে ঢাকার মুখে ছেড়ে যাবে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিয়মিতভাবে ঢাকা-ভোলা ইলিশা রুটে জাহাজটি চলাচল করবে। প্রতিষ্ঠানটি একই টাইপের অন্য আরও একটি নৌযান " কার্নিভাল ওয়েভ" ও নির্মাণ করেছে বলে জানা গেছে। এই জাহাজ টিতে বড় মালবাহী গাড়ির সংখ্যা বেশি থাকবে।

কার্নিভাল ক্রুজ নৌযানের ভাড়া তালিকা নিম্নরূপ বলে জানা গেছে। ডেক ৪০০ টাকা, চেয়ার ৫০০, সাধারণ কেবিন ৩০০০, ভিআইপি ৫০০০ টাকা। যাত্রীসহ মোটরসাইকেল ১০০০ টাকা। এ ছাড়া যাত্রী সাধারণ প্রয়োজনে ০৯৬৭৮৩৩০০৫৫ এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পরবে।