রংপুরে অটোচালক হত্যায় ৩ যুবক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুরের পীরগাছা উপজেলায় অটোচালক সাকিব মিয়া হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। 

বিজ্ঞাপন

এর আগে শনিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি বাতান এলাকা, ঢাকার আশুলিয়া ও ফরিদপুরের ভাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতাররা হলেন তারেক মিয়া (২১), শামীম মিয়া (২০) ও শাকিল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, গত ২৩ আগস্ট অটো নিয়ে বাড়ি থেকে বের হন মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের ইদুলপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে সাকিব মিয়া। ওই দিন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সাকিবের বড় ভাই আনোয়ার হোসেন মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিনই উপজেলার ছিড়ারপাড় থেকে ব্যাটারিবিহীন একটি অটো উদ্ধার করে পুলিশ। এদিকে ২৫ আগস্ট পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ফকিরটারী গ্রামের আলাইকুমারী নদীতে কাঠের ব্রিজে আটকে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। বৃষ্টির পানির স্রোতে ভেসে এসেছিল লাশটি। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করলে স্বজনরা বলে সনাক্ত করেন।

তদন্তে পুলিশ ওই তিন যুবকের সম্পৃক্ততার খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় পাঁচটি অটোর ব্যাটারিও জব্দ করা হয়। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, অটো ছিনতাইয়ের পর সাকিবকে হত্যা করে পীরগাছার লোহার ব্রীজ থেকে আলাইকুমারী নদীতে ফেলে দেন বলে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা। তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে