কুমিল্লায় আলুর গোডাউনে অভিযান, ১০৮ বস্তা আলু জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা 
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় আলুর গোডাউনে অভিযান, ১০৮ বস্তা আলু জব্দ

কুমিল্লায় আলুর গোডাউনে অভিযান, ১০৮ বস্তা আলু জব্দ

কুমিল্লা নগরীতে আলুর গোডাউনে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুইটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

এ সময় গোডাউনে রাখা সাড়ে ৬ হাজার কেজি (১০৮ বস্তা) আলু জব্দ করে সরকার নির্ধারিত ৩৫ টাকা দরে বিক্রি করা হয়।

জানা গেছে, নগরীর চকবাজার পাইকারি বাজারে মেসার্স অরবিন্দ এন্টারপ্রাইজের বিলে কিছু ব্যবসায়ী বগুড়া ও চাপাইনবাবগঞ্জ এলাকার ভাউচার নকল করে নিজেদের মতো রেট বসিয়ে আলু বিক্রি করছিলেন। এ সময় ভোক্তা অধিকার টিমকে তারা কোনো প্রকার বৈধ ভাউচার প্রদর্শন করতে না পারায় তাদের গোডাউনে রক্ষিত ৬ হাজার ৪৮০ কেজি (১০৮ বস্তা) আলু জব্দ করা হয়। পরে সরকার নির্ধারিত রেট ৩৫ টাকা দরে ১৯ বস্তা আলু খুচরা বিক্রেতাদের কাছে এবং ৮৯ বস্তা আলু নগরীর বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে ভোক্তা সাধারণের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণে না থাকায় হাজী ফয়েজ স্টোরকে ৩ হাজার টাকা এবং তমাল কৃষ্ণ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চকবাজার ব্যবসায়ী সমিতি, কুমিল্লা দোকান মালিক সমিতির দায়িত্বশীলরা এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।