কুড়িগ্রামে কবি রাধাপদের ওপর হামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাবকবি খ্যাত পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়ে তিনি নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে কবির ওপর হামলার ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান কবির ওপর হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
 
হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত যুবকের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
 
হাসপাতালে চিকিৎসাধীন কবি বলেন, শনিবার সকালে আমার বাড়ির পশ্চিমে ডুবুরির ব্রিজের পাশে রফিকুল নামে এক যুবক আমার ওপর আকস্মিক হামলা করে। হামলায় আমার পিঠে ও ঘাড়ে অনেকগুলো ক্ষতের সৃষ্টি হয়েছে। আমি এখন নাগেশ্বরী হাসপাতালে ভর্তি আছি।
 
হামলার প্রসঙ্গে এই স্বভাব কবি বলেন, আমি জানি না কেন আমার ওপর হামলা করেছে। তার সাথে আমার কোনো বিরোধ নেই। তবে তার বড় ভাইয়ের সাথে ছয় মাস আগে আমার তর্কাতর্কি হয়েছিল। এ নিয়ে তার বড় ভাইয়ের ইন্ধনে আমার ওপর হামলা করে থাকতে পারে। আমরা এমপি সাহেবকে বিষয়টা জানিয়েছি। খবর পেয়ে ওসি সাহেব আমাকে দেখতে এসেছিলেন। আমার খোঁজ খবর নিয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এরপর কী হয়েছে তা জানিনা।
 
ওসি আশিকুর রহমান বলেন, কবির ওপর হামলার খবরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার সারা শরীরে ক্ষত। তার সুচিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কবির অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত যুবক পলাতক। তাকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।