গ্রাউন্ড ফাইনালে কে হবে সেরাকণ্ঠ দুশ্চিন্তায় প্রতিযোগীরা!
‘সুরের মূর্ছনায় কাঁপাবে মঞ্চ, গাইবে এবার সাতক্ষীরার কণ্ঠ’ স্লোগানে অবশেষে হতে চলছে শেষ রাউন্ডের গ্রান্ড ফাইনাল। তবে চিন্তিত সবাই! কে এই রাউন্ডে সাতক্ষীরার কণ্ঠের সেরা উপহার জিতে নিবেন। এই গ্রাউন্ড ফাইনালে সেরা ১১ জন প্রতিযোগিতায় পারফরম্যান্স করবেন। সেরা বাছাইয়ের মধ্যে কেউ অন্ধ, কেউ ভ্যানচালক, কেউ কাঠমিস্ত্রি, কেউ শিক্ষার্থী আবার কেউবা শিক্ষক। তবে কে হবে সাতক্ষীরার কণ্ঠের সেরা কণ্ঠ এ নিয়ে দুশ্চিন্তায় প্রতিযোগিরা।
আগামী সোমবার (২০ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা শিল্পকলার উদ্যেগে এই গ্রাউন্ড ফাইনাল অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
রাউন্ডে সেরা শিল্পীদের সঙ্গে বার্তা২৪.কমের কথা হলে বলেন, জেলা প্রশাসকের এই অনন্য উদ্যোগকে স্বাগত জানায়। আমরা কখনো ভাবতে পারিনি এমন কোথায় গান গাওয়ার সুযোগ পাবো। সব সময় আমাদের স্টেজ ছিল মাঠে ঘাটে তবে জেলা প্রশাসক হুমায়ুন কবির স্যারের উদ্যোগে আজ আমরা এমন বড় কোথায় গান গাওয়ার সুযোগ পেয়েছি। সাতক্ষীরার কণ্ঠ আমাদের জীবন বদলে দিয়েছে। তাই আমরা সবাই আমাদের সেরাটা দিয়ে গান গাওয়ার চেষ্টা করবো এবং একজন শিল্পী হওয়ার অভিজ্ঞতা অর্জন করবো।
‘সাতক্ষীরার কণ্ঠ’র বিচারক বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু বলেন, এই গ্রাউন্ড ফাইনালে যারা আসছে তারা সবাই তাদের সেরাটা দিয়েই এখানে চান্স পেয়েছেন। তারা যদি ভালো পারফরম্যান্স না করতো তাহলে এই জায়গায় আসতে পারতো না। আমরা তাদের প্রতিভার সম্মান জানায় এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আরও উৎসাহ দিবো ভালো কোথায় গাওয়ার জন্য।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সাতক্ষীরার কণ্ঠ’ নামে এই রিয়েলিটি শো। তবে আগামী সোমবার সেই উদ্যোগের শেষ রাউন্ড। জেলার প্রান্তিক পর্যায় থেকে লুকায়িত প্রতিভার শিল্পীদের সন্ধানে এই আয়োজন। জেলা শিল্পকলা একাডেমি পক্ষ থেকে আমরা তাদের সেরাটা দিয়ে সাপোর্ট করবো।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা জেলার অপ্রকাশিত কণ্ঠশিল্পীদের প্রতিভা তুলে ধরতে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম রাউন্ডে বাছাইকৃত শিল্পীদের থেকে এখন শেষ রাউন্ডে চলে আসছে। তবে তাদের নিয়ে জেলায় বড় একটি আয়োজনের মাধ্যমে জেলার সেরা তিন প্রান্তিক শিল্পীকে নির্বাচিত করে সম্মাননা ও পুরস্কৃত করা হবে।