ভালুকায় বিদেশি মদসহ আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ৫০ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মেহেরাবাড়ীর জিঞ্জিরা মাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, নম্বরবিহীন একটি পিক-আপ ভ্যানে করে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদেরর ভিত্তিতে এস আই করিম ও এস আই তপু চক্রবর্তী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি নীল রঙের পিক-আপসহ ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। রোববার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আটক কৃতরা হলেন শেরপুর জেলার নালীতাবাড়ী উপজেলার আমির হোসেনের ছেলে রাসেল, শ্রীবরদী উপজেলার শরিফুল ইসলামের ছেলে আপেল মাহমুদ ও গাড়ীর ড্রাইভার একই উপজেলার আইয়ুব আলীর ছেলে আজমু।