বগুড়ায় ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় ট্রাকচাপায় মজিবর রহমান (৫৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করে।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া- নামুজা সড়কে ন্যাংড়ার বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (নুর জাহিদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মজিবর রহমান বগুড়া সদরের দশটিকা সরদারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, মজিবর রহমান ন্যাংড়ার বাজারে বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে মাছ কিনছিলেন। এসময় নামুজাগামী একটি রডবোঝাই ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলই মজিবর রহমান মারা যান। পরে স্থানীয় লোকজন চালকসহ ট্রাকটি আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর জাহিদ বলেন, ট্রাকচালক স্থানীয়দের হেফাজতে রয়েছে।তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।