চট্টগ্রামে গাড়ি ভাঙচুরের মামলায় যুবদল নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল নেতা মো. শওকতকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১৯ নভেম্বর) নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হলেও সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত শওকত শিকলবাহা ইউনিয়নের মনু মাঝির ছেলে এবং কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

র‌্যাব জানায়, গত বুধবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক মো. মোজাম্মেল (৬০) আহত হন। এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে পুলিশ।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, নাশতার মামলায় প্রধান আসামি শওকতকে গ্রেফতার করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।