মিরপুরে বিআরটিসি বাসে আগুন: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
রাজধানীর মিরপুর ১০ নম্বরে বিআরটিসির দুই তলা বাসে আগুন দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাজেদুল আলম টুটুল (৪৫)। তিনি সেচ্ছাসেবক দলের-যুগ্ম আহ্বায়ক।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দীন মোল্লা।
তিনি বলেন, রাজধানীর মিরপুর ১০ নং গোল চত্তরের এলাকায় বিআরটিসি একটি দুই তলা বাসে যাত্রী বেশে আগুন দেওয়ার টুটুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেচ্ছাসেবক দলের-যুগ্ম আহ্বায়ক বলে জানিয়েছেন।
ডিসি আরও বলেন, যাত্রীবেশে দেওয়া আগুনে গাড়ির উপরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকেই আগুন দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত বিআরটিসি বাসটির চালক আসামিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ আবহ্যত আছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।