যেসব কেন্দ্রে ভোট দেবেন ইসির ৫ সদস্য

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। সারা দেশে একই সময়ে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ভোটারদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং প্রশাসন। 

এদিন দেশের অন্যান্য জনগণের মতো ভোট প্রদান করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের ৫ সদস্য। তারা যেসব কেন্দ্রে ভোট প্রদান করবেন….

বিজ্ঞাপন

১. প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ভোট প্রদান করবেন রমনা থানা, শান্তি নগর- হাবীব উল্লাহ বাহার কলেজ কেন্দ্রে।

২. নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ভোট প্রদান করবেন দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

বিজ্ঞাপন

৩. ইসি আনিসুর রহমান ভোট প্রদান করবেন সিটি কলেজ কেন্দ্রে।

৪. ইসি বিগ্রেডিয়ার আহসান হাবীব ভোট প্রদান করবেন  মিরপুর  ডিওএইসএস, ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।

৫. মো. আলমগীর ভোট প্রদান করবেন উত্তরা দিয়াবাড়ি কেন্দ্রে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনের ভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটারদের উপস্থিতির ভিত্তিতে এই সময় এক-দুই ঘণ্টা বাড়তে পারে বলে জানিয়েছে নির্বাচন সিইসি।