লক্ষ্মীপুরে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৩ শতাংশ

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর

ভোট শুরুর পর লক্ষ্মীপুরের ৪৭৭টি কেন্দ্রে প্রথম চার ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে।

কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুরের ৪টি আসনের ৪৭৭ কেন্দ্রে মোট ভোটের ১৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। লক্ষ্মীপুরে মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ৫৯৭টি।

বিজ্ঞাপন

সরেজমিন ঘুরে দেখা যায়, লক্ষ্মীপুর পৌর এলাকার পাবলিক স্কুল কেন্দ্রে মোট ভোটার ২৯০৬ জন। সকাল ১০টা পর্যন্ত এখানে ৬টি বুথে মোট ভোট পড়েছে ১৫২টি। পৌর লাহারকান্দি উচ্চবিদ্যালয়ে মোট ভোটার ৩০৯৯ জন। ১০টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৭৯টি। সদর উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৭৮৭ জন। সকাল ১০টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ১০০টি।

বেশিরভাগ কেন্দ্রে আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরের রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।