চন্দনাইশে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

  ভোট এলো, এলো ভোট
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চন্দনাইশে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চন্দনাইশে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহার করা একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। মারধর করা হয় গাড়ির চালককে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বদুর পাড়া এলাকায় হাজী বশরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ভাড়া করা একটি গাড়ি ভাঙচুর করে চালককে পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন স্বাভাবিক আছে।

বিজ্ঞাপন