ফোন ব্যবহারের অভিযোগে দুই এজেন্টকে ১ বছর করে কারাদণ্ড

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোবাইলফোন ব্যবহারের অভিযোগ দুই এজেন্টকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।। 

 রোববার (৭ জানুয়ারি) বেলা ১টার দিকে ওই দুই এজেন্টকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।  

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম মিঞা। 

 তিনি জানান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাহবুবুর রহমান অভির এজেন্ট মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের এজেন্ট  মনির হোসেন ভোট কক্ষে মোবাইল ব্যাবহার করায় নির্বাচনী অপরাধ বিচার আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ তাদের দণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন।

বিজ্ঞাপন