গাইবান্ধায় জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবক আটক

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার একটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নশিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক দুই যুবকের নাম শিমুল (২০) ও সৌরভ (২০) বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেন নশিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন

তিনি জানান, ভোট গ্রহণ চলাকালে দুপুর ১২ টার দিকে ওই দুই যুবক জাল ভোট দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হওয়ায় তাৎক্ষণিক কেন্দ্রে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। পরে তার নির্দেশে পুলিশ ওই দুই যুবককে আটক করে।

ওই দুই যুবক নৌকা প্রতীকে ভোট দিতে আসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এসময় আটক দুজনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।