রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জিএম কাদের নির্বাচিত

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গোলাম মোহাম্মদ কাদের

গোলাম মোহাম্মদ কাদের

রংপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি লাঙল প্রতীকে ৮১ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং হিজড়া ভোটার ২ জন। রংপুর জেলার সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত এ আসনের ১৭৫টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

বিজ্ঞাপন

জিএম কাদের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে (১৯৯৬) প্রথম লালমনিরহাট-৩ (সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে রংপুর-৩, ২০০৮ সালে লালমনিরহাট-৩ (সদর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে লালমনিরহাট থেকে পরাজিত হলেও ২০১৮ সালে ফের নির্বাচিত হন।