ধামরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা। তারা দুজনেই পেশায় মাংস ব্যবসায়ী।

পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলে করে জয়পুরার দিকে যাওয়ার সময় মহাসড়কের বাথুলি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।