গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে জেলার জয়দেবপুর-উত্তরবঙ্গ রেল পথের মহানগরীর কোনাবাড়ী থানাধীন খোলাপাড়া এলাকায় কালভার্টের পাশে অজ্ঞাত এক পুরুষের বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে একই সড়কের জেলার কালিয়াকৈর উপজেলাধীন রতনপুর রেলক্রসিং এর পূর্ব পাশে সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী একটি ট্রেনে কাটা পড়ে গোলাম রাব্বানী (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। তিনি স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান।
জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুই স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।