সীমান্ত সম্মেলন: ঢাকায় পৌঁছেছে বিএসএফ প্রতিনিধি দল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রতিনিধি দল।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিএসএফ মহাপরিচালক (ডিজি) নিতিন আগরওয়ালের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বিএসএফ প্রতিনিধিদল বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় বিজিবি সদর দফতরে পৌঁছান। পিলখানা এলাকার 'সীমান্ত গৌরব' নামক স্থানে তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

৫৪তম ডিজি পর্যায়ের বিজিবি-বিএসএফ’র এ সম্মেলন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে ৫ থেকে ৯ মার্চ অনুষ্ঠিত হবে।