চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে গিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

আসন্ন রমজানকে সামনে রেখে চতুর্থ দিনের মত চট্টগ্রামের বৃহত্তর বাজার পাহাড়তলীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রশিদ না রাখাসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।

বিজ্ঞাপন

এসময় মূল্য লাইসেন্স না থাকা, মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ যথাযথ না রাখার অভিযোগে বার আউলিয়া ট্রেডার্সকে ১০০০ টাকা, আজমির ভান্ডারকে ৩ হাজার, মেসার্স কামাল ট্রেডার্সকে ১৫০০ টাকা, মেসার্স ফিরোজা পোল্ট্রি ট্রেড সেন্টারকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং পাহাড়তলী থানা পুলিশের একটি দল।