লালমনিরহাটে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কালীগঞ্জ উপজেলায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী তহমিনা খাতুন (১৯) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন গা ঢাকা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এর আগে বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার মৈশামুড়ি কাকিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাবা আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী ও পুলিশ জানায়, বিয়ের এক বছর না যেতেই শুরু হয় পারিবারিক কলহ। এর মধ্যে গত কয়েকদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত বুধবার সকালে স্বামী আলমগীর হোসেন কথা কাটাকাটির জেরে চড়াও হয়ে স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তহমিনা খাতুনের মৃত্যু হয়।

নিহত তহমিনা খাতুনের বাবা আতার আলী বলেন, আমার মেয়েকে হত্যা করেছেন। এই হত্যার বিচার চাই।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।