নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস পা‌লিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং নজিপুর পৌরসভা ও বিভিন্ন এনজিও সংস্থার সমন্বয়ে আন্তর্জাতিক নারী দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (৮ মার্চ) "নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এবা‌রে এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা চত্তরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রা শেষে উপজেলা সভা কক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, খাতিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম নজিপুর পৌর সভার মহিলা কাউন্সিলর ফারজানা বেগম, ফারহানা বেগম সহ অন্যান্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সূধীজন প্রমুখ।