প্রতি জিবি ইন্টারনেটের দাম ২০ টাকা বেশি নিচ্ছে অপারেটররা
মোবাইল অপারেটররা প্রতি জিবি ইন্টারনেটের মূল্য প্যাকেজ প্রতি ২০ থেকে ২১ টাকা বেশি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৩ সালের ১৫ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় ৩ দিন ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ। সেই সঙ্গে প্যাকেজের সংখ্যা ৯৫ থেকে কমিয়ে ৪০টিতে নামিয়ে আনা হয়।
মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা সেই সময় প্রতিবাদ করে মন্ত্রী এবং নিয়ন্ত্রক কমিশনকে বলেছিলাম যে এর ফলে ইন্টারনেটের দাম বাড়বে। কিন্তু দেখা গেল কমিশন এবং মন্ত্রীর যুক্তি ছিল ইন্টারনেটের দাম কমবে।
সিদ্ধান্ত কার্যকালের পর দেখা যায়, আমাদের দাবি সঠিক ৪৮ টাকায় এক জিবি ইন্টারনেটের দাম গিয়ে দাঁড়ালো ৬৮ থেকে ৬৯ টাকা। পরে আমরা এর প্রতিবাদ করায় মন্ত্রী কমিশনে অপারেটরদেরকে ডেকে পূর্বের দাম রাখতে বললেন। এক জিবি সাত দিন মেয়াদে দাম হল ৪৮ টাকা। এতে করে আমরা গ্রাহক হিসেবে বেশ উপকৃত হলাম সত্যি কিন্তু নভেম্বরে অপারেটররা ১.৫ জিবি ইন্টারনেটের প্যাকেজ তৈরি করল ৬৮ থেকে ৬৯ টাকায়। এর মাধ্যমে কিন্তু গ্রাহকদের তারা বোঝালো আমরা অতিরিক্ত সুবিধা দিচ্ছে। কিন্তু নির্বাচন শেষে অর্থাৎ ১৫ থেকে ২০ জানুয়ারির পর থেকে ইন্টারনেটে প্যাকেজে ১.৫ জিবি স্থলে দাম একই বলে। কিন্ত দেখা যায়, ৬৮ থেকে ৬৯ টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে এক জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে। যার ফলে সর্বনিম্ন প্যাকেজের প্রতি জিবির ইন্টারনেটের মূল্য বেড়ে দাঁড়ালো ২০ থেকে ২১ টাকা। যার পরিমাণ প্রায় ২৯.৪১ শতাংশ।