বেনাপোলে হেরোইনসহ ভারতীয় পাসপোর্টধারী আটক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

বেনাপোল হেরোইনসহ ভারতীয় পাসপোর্টধারী আটক

বেনাপোল হেরোইনসহ ভারতীয় পাসপোর্টধারী আটক

বেনাপোল চেকপোস্ট থেকে হেরোইনসহ সঞ্জয় বিশ্বাস (২৮) নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে পাসপোর্টধারী ঐ যাত্রী বেনাপোল বন্দরে পৌঁছালে পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক সঞ্জয় বিশ্বাস ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রপোল থানার পিরোজপুর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, হেরোইনের একটি বড় চালান নিয়ে ভারতীয় এক পাসপোর্টধারী যাত্রী দেশে প্রবেশ করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ গ্রাম হেরোইনসহ সঞ্জয় বিশ্বাসকে ধরা হয়। এসময় তার কাছ থেকে ৩শ ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে জানান তিনি।