মেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় সোহেল মিয়া (২৮) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। নিহত ভটভটি চালক উপজেলার বেতমারি এলাকার মৃত ফটেক আলীর ছেলে।

রোববার (৩১ মার্চ) বিকালে জামালপুর - মেলান্দহ মহাসড়কের মামাভাগিনা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জামালপুর থেকে মেলান্দহ দিকে ভটভটি চালিয়ে আসছিলেন চালক সোহেল মিয়া। একই দিক থেকে দ্রুতগামী একটি ট্রাকও আসছিলো। ট্রাকটি ভটভটিকে অতিক্রম করার সময় ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনার স্থলেই মারা যায় চালক সোহেল মিয়া।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমদ বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।