লেপ তোশকের দোকান থেকে টিসিবির খেজুর উদ্ধার, আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেপ তোশকের দোকান থেকে টিসিবির খেজুর উদ্ধার, আটক ২

লেপ তোশকের দোকান থেকে টিসিবির খেজুর উদ্ধার, আটক ২

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার একটি লেপ তোশকের দোকানে অভিযান চালিয়ে টিসিবির ১০০ কেজি খেজুর উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির খেজুর মজুদের অভিযোগে দুইজনকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হল- মো. ইউসুফ (৪১) ও মোঃ সেলিম মিয়া (৪০)। তারা কামরাঙ্গীরচর এলাকার স্থানীয় বাসিন্দা। 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসাইন মোল্লা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানা পুলিশ জানতে পারে একটি লেপ তোশকের দোকানে অবৈধভাবে বেশি লাভে বিক্রির উদ্দেশ্য টিসিবির খেজুর মজুদ করা হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার রাকিব বেডিং স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে টিসিবির সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য ১০০ কেজি খেজুর উদ্ধার করা হয়। আসামিরা বেশি দামে খেজুর বিক্রির উদ্দেশ্যে খেজুর মজুদ করেছে বলে স্বীকার করেছে। 

এসি লালবাগ ইমরান আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও মজুদ করা খেজুর জব্দ করা হয়েছে।